কুমিল্লার দেবিদ্বার ও চৌদ্দগ্রামে তিনটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। এর মধ্যে দেবিদ্বারে দুটি দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে।
উপজেলার সুবিল ইউনিয়নের রাঘবপুর গ্রামের লোহারপুল এলাকায় বৃহস্পতিবার সকালে খেলার ছলে ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) চালাতে গিয়ে সাত বছরের সিফাত এবং দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের লক্ষ্মীপুরে বাসচাপায় অটোরিকশায় থাকা ছয় বছরের আরিয়ান নিহত হয়।
দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন জানান, লোহারপুল এলাকার দুর্ঘটনার বিষয়ে কেউ অভিযোগ করেনি। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে শিশু নিহতের বিষয়ে নিশ্চিত হয়। আর মহাসড়কের দুর্ঘটনায় বাসটি জব্দ করে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে বুধবার রাত দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের বাতিসা এলাকায় দুর্ঘটনায় মাছবোঝাই পিকআপের হেলপার ও আরেক আরোহী নিহত হয়েছেন।
চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আইয়ুব হোসেন জানান, চট্টগ্রামমুখী পিকআপটির চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে গিয়ে ধাক্কা লাগে। এতে পিকআপের সামনে থাকা হেলপার ফয়সাল ও পেছনে থাকা হাবিবুর রহমান নিহত হন। এ ঘটনার পর পালিয়ে যান পিকআপের চালক।