বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইটনায় জেলেকে পিটিয়ে হত্যায় মামলা

  •    
  • ৪ মার্চ, ২০২১ ২০:১০

মামলায় অভিযোগ করা হয়েছে, দুই মাস ধরে ইটনার ধনু নদীর কুলিরভিটা এলাকায় মাছ ধরে আসছিলেন মাহবুবসহ দুই থেকে তিনজন জেলে। এক মাস আগে ইটনা সদর ইউনিয়নের আসলাম মেম্বার নামে এক ব্যক্তি ও তার লোকজন ওই মাছ ধরার জায়গায় জাঁক দেন। তাতে বাধা দিলে মাহবুবকে তারা হুমকিধমকি দেয়।

কিশোরগঞ্জের ইটনায় এক জেলেকে হত্যার অভিযোগে মামলা হয়েছে।

ইটনা থানায় বুধবার বিকেলে মামলা করেছেন নিহত জেলে মাহবুবুর রহমানের মা রেহেনা আক্তার। আসামি করা হয়েছে ১০ জনের নাম উল্লেখসহ ১৭ থেকে ১৮ জনকে।

ধনপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মামলার তদন্ত কর্মকর্তা ফেরদৌস আহম্মেদ নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, দুই মাস ধরে ইটনার ধনু নদীর কুলিরভিটা এলাকায় মাছ ধরে আসছিলেন মাহবুবসহ দুই থেকে তিনজন জেলে।

এক মাস আগে ইটনা সদর ইউনিয়নের আসলাম মেম্বার নামে এক ব্যক্তি ও তার লোকজন ওই মাছ ধরার জায়গায় জাঁক দেন। তাতে বাধা দিলে মাহবুবকে তারা হুমকিধমকি দেন বলে মামলায় অভিযোগ করেছেন রেহেনা।

তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি আসলাম ও তার লোকজন আবারও সেখানে জাঁক দিতে গেলে মাহবুবের সঙ্গে তর্কাতর্কি হয়।

একপর্যায়ে তারা মাহবুবসহ তিন জেলেকে মারধর করেন। তখন অন্যরা পালিয়ে গেলে মাহবুবকে একা পেয়ে তারা পিটিয়ে জখম করে পালিয়ে যান।

স্থানীয় লোকজন তাকে পল্লী চিকিৎসকের কাছে নেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই চিকিৎসক মাহবুবকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। সেখানে নেয়ার পথেই তিনি মারা যান।

ফেরদৌস জানান, মামলার প্রধান আসামি আসলাম মেম্বার। অন্য আসামিদের মধ্যে আছেন আসলামের দুই ভাই খায়রুল, কামরুল ও ছেলে হাসান, ইটনা সদরের বড়হাটি এলাকার মোতালিব ও তার ছেলে মোশারফ, কচুয়ারহাটি এলাকার হাবিব, পোতারহাটি এলাকার আলিউর, পশ্চিমপাড়া ডাক্তারহাটি এলাকার পরিমল এবং বেতাগা এলাকার মনাফ মিয়া। আসামিরা পলাতক।

এ বিভাগের আরো খবর