সুনামগঞ্জে ৯ মাসের কন্যাসন্তানসহ স্ত্রী ও বাবা হত্যায় আলফু মিয়া নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আসামিকে ২০ হাজার টাকার অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশও দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক নূরুল আলম মোহাম্মদ নিপু এ আদেশ দেন।
সহকারপক্ষের আইনজীবী জিয়াউর ইসলাম নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আসামি আলফুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দিয়েছে।
মামলার এজাহারে বলা হয়, ২০১৪ সালের ২০ সেপ্টেম্বর সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও এলাকায় আলফু মিয়ার স্ত্রী বিউটি বেগম ও ৯ মাসের মেয়ে আলিফাকে মারধর করলে আলফু মিয়ার বাবা আলাউদ্দিন তাদের ঘরে যায়। সে সময় আলফু মিয়া একটি টিউবওয়েলের হাতল দিয়ে আলাউদ্দিনকে আঘাত করেন।
এজাহারে আরও বলা হয়, আলাউদ্দিনের চিৎকারে আশপাশের লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘরের দরজা ভেঙে আলাউদ্দিন, বিউটি ও শিশু আলিফার মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখে। এই সময় মরদেহগুলোর পাশে টিউবওয়েলের হাতলটিও পাওয়া যায়। ঘর থেকে আলফু মিয়াকে আটক করা হয়। পরদিন আলফুর ছোট ভাই মো. শাহজাহান মামলা করেন। ওই বছরের ২৬ ডিসেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘদিনের যুক্তিতর্ক শেষে আদালত বৃহস্পতিবার আলফু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।