গাজীপুর জেলায় কম্বলে মোড়ানো হাত-পা বাঁধা এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বারোপাকিয়া দীঘিরচালা এলাকা থেকে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে বাসন থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, জেলার ১৬ নম্বর ওয়ার্ডের বারোপাকিয়া এলাকার আহসান উল্লাহ ও সোহরাব হোসেনের বাসার মাঝের গলিতে কম্বল দিয়ে মোড়ানো একজনের মরদেহ দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর।
মরদেহটির হাত-পা বাঁধা ছিল। গলায় কাটা দাগসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর মরদেহটি ওই গলিতে ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা।
পুলিশ মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে।