বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গার্লস স্কুলের সনদে ভোটার হওয়ার চেষ্টা, যুবক আটক

  •    
  • ৪ মার্চ, ২০২১ ১৭:৩৫

বৃহস্পতিবার দুপুরে ওই যুবকের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) সনদের মূল কপি যাচাইয়ের সময় তার নাম ও জন্ম তারিখ স্ক্যান করে পরিবর্তন করার সত্যতা পাওয়া যায়। তিনি পুরুষ হয়েও ত্রিমোহনী জুনিয়র গার্লস হাই স্কুল থেকে ২০১৪ সালে ৮ম শ্রেণি পাসের জাল সনদ জমা দেন।

কুড়িগ্রাম সদর উপজেলায় মেয়েদের স্কুলের সনদ জাল করে নতুন ভোটার হতে গিয়ে আব্দুর রাজ্জাক নামের এক যুবক আটক হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে এই ঘটনা ঘটে।

সদর উপজেলা নির্বাচন অফিসার হাওলাদার মোহাম্মদ কামরুল হাসান নিউজবাংলাকে জানান, পৌর এলাকায় চর হরিকেশ গ্রামের আব্দুর রাজ্জাক গত ১৬ ফেব্রুয়ারি অনলাইনে ভোটার হওয়ার আবেদন করেন।

তিনি আরও জানান, ওই যুবকের জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেএসসি) সনদের মূল কপি বৃহস্পতিবার দুপুরে যাচাইয়ের সময় তার নাম ও জন্মতারিখ স্ক্যান করে পরিবর্তন করার সত্যতা পাওয়া যায়। তিনি পুরুষ হয়েও ত্রিমোহনী জুনিয়র গার্লস হাই স্কুল থেকে ২০১৪ সালে ৮ম শ্রেণি পাসের জাল সনদ জমা দেন। সনদের সত্যতা না পাওয়ায় আব্দুর রাজ্জাককে আটক করে পুলিশে দেয়া হয়।

এ বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, মোটর ড্রাইভিং লাইসেন্সের জন্য ৮ম শ্রেণি পাসের সনদ দরকার ছিল তার। না বুঝে অন্যের প্ররোচনায় এই কাজ করেছেন। এ ঘটনায় তিনি অনুতপ্ত।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, আটক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর