ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ভুক্তভোগী কৃষকরা আশুগঞ্জ-পলাশ এগ্রো ইরিগেশন প্রজেক্টের আশুগঞ্জ অংশে নিরবচ্ছিন্ন সেচসুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন।
ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার বেড়তলা বাজারের সামনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আশুগঞ্জ সবুজ প্রকল্প রক্ষা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় কৃষক ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন আশগঞ্জ সবুজ প্রকল্প রক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমেদ তফছির।
তিনি বলেন, ভরা মৌসুমেও সেচের পানি না পেয়ে অনেক এলাকার জমি শুকিয়ে যাচ্ছে। এ জন্য তারা চাষাবাদ করতে পারছেন না।
মানববন্ধনে উপস্থিত প্রান্তিক কৃষক আজগর আলী জানান, জমিতে পানির অভাবে সঠিকভাবে চাষাবাদ হচ্ছে না। এমনকি জমি শুকিয়ে চৌচির হয়ে যাচ্ছে। বিপুল পরিমাণ জমি এখনও অনাবাদি আছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন আইনজীবী মো. নাসির, হাজি মোবারক হোসেন, কালিকচ্ছ আঞ্চলিক কমিটির আহ্বায়ক মো. মজিবুর রহমান, চিকিৎসক আবদুল কুদ্দুস ও আবদুল রশীদ।
নিরবচ্ছিন্ন সেচসুবিধা নিশ্চিত, আশুগঞ্জে ভরাটকৃত প্রধান রিজার্ভার পুকুর পুনরায় খনন, প্রকল্পের স্থায়ী ও টেকসই রূপদান এবং প্রকল্প এলাকা সম্প্রসারণের দাবি জানান তারা। দাবি না মানা হলে সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুমকি দেয়া হয়।
আশুগঞ্জ-পলাশ এগ্রো ইরিগেশন প্রজেক্টের উপসহকারী খলিলুর রহমান জানান, আশুগঞ্জ নদীবন্দর সরাইল-আখাউড়া সড়কের চার লেনের নির্মাণকাজের জন্য প্রকল্পের সেচ কার্যক্রম অব্যাহত আছে। সুযোগ বুঝে সেচের জন্য অব্যশই পানি ছেড়ে দেয়া হবে।
চলমান আশুগঞ্জ নদীবন্দর-সরাইল-আখাউড়া সড়কের চার লেনের নির্মাণকাজের জন্য প্রকল্পের সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় গত ২৩ ফেব্রুয়ারি আশগঞ্জের সোহাগপুরে সেচ নালার বাঁধ ভেঙে কয়েক শ বিঘার ধান ও পুকুর তলিয়ে যায়।