খাগড়াছড়িতে ছাত্রীকে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে একটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষককে বুধবার রাতে ঢাকার আগারগাঁও থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ বৃহস্পতিবার এ তথ্য নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
ওই শিক্ষকের বিরুদ্ধে গত মঙ্গলবার খাগড়াছড়ি সদর থানায় ওই ছাত্রীর বাবা মামলা করেন।
এজাহারে উল্লেখ করা হয়, গত ২৫ ফেব্রুয়ারি প্রাইভেট পড়া শেষে দুপুরে ওই ছাত্রীর সঙ্গে কথা আছে বলে অফিসে দেখা করতে বলেন ওই শিক্ষক। পরে ছাত্রীকে যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টা করেন তিনি। কিশোরীটি এ সময় কোনো রকমে নিজেকে রক্ষা করে। এ ঘটনার পর শিক্ষক ঘটনাটি প্রকাশ না করার জন্য তাকে নানা রকম হুমকি দেন। বিষয়টি কাউকে জানালে তাকে পরীক্ষায় ফেল করানো ও স্কুলে আসা বন্ধ করে দেয়ার হুমকি দেন।
২৭ ফেব্রুয়ারি ওই ছাত্রীসহ আরও ১৩ শিক্ষার্থী ওই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের কাছে আবেদন করে ঘটনার বিচার চায়।
অধ্যক্ষ বিষয়টি তাৎক্ষণিকভাবে কারিগরি শিক্ষা অধিদপ্তরকে জানান। ১ মার্চ কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ভোকেশনাল) মুহাম্মদ আব্দুস সালাম ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য সহকারী পরিচালক জহুরুল ইসলামকে নির্দেশ দেন।
এদিকে ওই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে গত মঙ্গলবার ওই শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মাবনবন্ধন কর্মসূচি পালন করে।
খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ জানান, ঢাকায় গ্রেপ্তার করা ওই শিক্ষককে খাগড়াছড়িতে আনা হয়েছে।