রাঙ্গামাটি লংগদু উপজেলার সেনা অঞ্চলের পাশে কাপ্তাই হ্রদ থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাপ্তাই হ্রদে মরদেহটি ভাসতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন।
তিনি জানান, মৃত যুবকের গায়ে সবুজ ও সাদা চেক ফুলহাতা শার্ট ও কালো প্যান্ট ছিল। প্যান্টের পকেট থেকে একটি মোবাইল পাওয়া গেছে।
ওসি আরিফুল আরও জানান, হ্রদ থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
যে মোবাইলটি পাওয়া গেছে, সেটার মাধ্যমে মরদেহের পরিচয় পাওয়া যেতে পারে বলেও জানান তিনি।