পটুয়াখালীর লেবুখালী নদীতে নির্মাণাধীন পায়রা সেতুর ওপর কংক্রিট লেবেল করা হচ্ছিল। তখন এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময় মোস্তাফিজ নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।
পটুয়াখালীর লেবুখালী নদীতে নির্মাণাধীন পায়রা সেতুর কাজ তদারকির সময় নিচে পড়ে মোস্তাফিজুর রহমান স্বপন এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
তিনি সার্ভেয়ারের সহকারী ছিলেন। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
মোস্তাফিজের বাড়ি বরিশালের বাকেরগঞ্জের পাদ্রীশিবপুর গ্রামে বলে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন পায়রা সেতু প্রকল্পের উপপ্রকল্প ব্যবস্থাপক মো. কামরুল হাসান।
তিনি জানান, ঘটনার সময় সেতুর ওপর কংক্রিট লেবেল করা হচ্ছিল। তখন এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময় মোস্তাফিজ নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে মোস্তাফিজকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।