ময়মনসিংহ শহরের একটি বাঁধের ওপর থেকে ছুরিকাঘাতে নিহত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে বুধবার রাত ১০টার দিকে পুলিশ নগরীর চরজেলখানা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহত দিদারুল ইমলাম রুবেলের বাড়ি মুক্তাগাছা উপজেলার কাঠবউলা গ্রামে। তিনি একটি কোম্পানির গ্যাসের চুলার যন্ত্রাংশের বিক্রয়কর্মী ছিলেন।
পুলিশ জানায়, সন্ধ্যার দিকে চরজেলখানা এলাকার বাঁধের ওপর ওই যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।