নিখোঁজের তিন দিন পর নীলফামারীর ডিমলা উপজেলার নিজ সুন্দর খাতা গ্রামের একটি ভুট্টাখেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গ্রামের ফরেস্ট খালপাড়া নামক স্থান থেকে বুধবার দুপুরে লাভলী আক্তার নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, লাভলীর বাড়ি ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের আমবাড়ী গ্রামে। নিজ সুন্দর খাতা গ্রামে বোনের বাড়িতে তিন দিন আগে দাওয়াত খেতে যান তিনি। খাওয়া শেষে বাবার বাড়িতে যাওয়ার জন্য বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন।
তারা আরও জানান, বুধবার ভুট্টাখেতে ওই নারীর মরদেহ দেখতে পেয়ে ডিমলা থানায় খবর দেন তারা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য ওই নারীর মরদেহ নীলফামারী সদর হাসপাতালে পাঠানো হবে।
তিনি আরও জানান, ওই নারীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।