নীলফামারীতে বেসরকারি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ প্রতিষ্ঠান রিলেশনের নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেছেন সদস্যরা।
তাদের অভিযোগ, নানা সুবিধা দেয়ার কথা বলে তাদের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা তোলা হয়। প্রতিষ্ঠানটির মাঠ-কর্মীদের দলনেতা রাবেয়া আক্তার এ টাকা তোলেন। তবে সদস্যরা কোনো সুবিধা পাননি।
টাকা তোলার পর তা প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক আব্দুল হাকিম সরকারের কাছে দেয়া হয় বলে দাবি করেছেন রাবেয়া। তবে আব্দুল হাকিমের দাবি, রাবেয়া তাদের কর্মীই নন।
শিশুখাদ্য সুবিধা, বয়স্ক ও বিধবা ভাতাসহ নানা সুযোগ-সুবিধা দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মঙ্গলবার নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে নির্বাহী পরিচালকের বিরুদ্ধে মানববন্ধন করেন শতাধিক নারী সদস্য।
বুধবার এ নিয়ে শহরের বাবুপাড়ার আশীর্বাদ ভিলায় সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম ও নির্বাহী পরিচালক আব্দুল হাকিম। সেখানে সদস্যদের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে শুরু হয় হাতাহাতি।
পুলিশ গিয়ে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষের সময় সটকে পড়েন সংস্থার চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক।
নীলফামারী বড় বাজার এলাকার রাশেদা বেগম নিউজবাংলাকে জানান, রাবেয়ার মাধ্যমে তাদের কাছ থেকে সরকারি সুযোগ-সুবিধার কথা বলে টাকা নেয়া হয়। শিশুখাদ্যের জন্য তিন হাজার, গাভি দেয়ার কথা বলে ৪ হাজার টাকা নেয়া হয়।
তিনি অভিযোগ করেন, করোনা মহামারির মধ্যে বন্ধ থাকার সময় অন্য প্রকল্পের কথা বলে তাদের সদস্য কার্ড জমা নেয়া হয়। এর পর থেকে তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছে। টাকাও ফেরত দিচ্ছে না।
ডোমার উপজেলার মীর্জাগঞ্জ গ্রামের তহুরা বানু জানান, ঘর দেয়ার কথা বলে তাদের কাছ থেকে ১০ হাজার টাকা করে নেয়া হয়। তারা ঘরও দিচ্ছে না; টাকাও না।
রিলেশনের মাঠকর্মীদের দলনেতা রাবেয়ার দাবি, তিনি পাঁচটি দল পরিচালনা করেন। শিশুখাদ্য, অসহায় মানুষকে ঘর দেয়া, বয়স্ক ভাতা দেয়ার জন্য প্রায় ৫০০ সদস্যের কাছ থেকে ৪২ লাখ টাকা সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল হাকিম সরকারকে দেন তিনি।
তিনি জানান, করোনা মহামারির মধ্যে চার মাস বন্ধ থাকার পর ২২ জুলাই অফিস চালুর পর এখনও সদস্যরা সুযোগ-সুবিধা পাননি। আজ দেয়, কাল দেয় বলে সময়ক্ষেপণ করা হচ্ছে।
রাবেয়ার অভিযোগ, সদস্যদের অর্থ ফেরত চাইলে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি সদস্য ও তাকে টার্গেট করে থানায় একটি চাঁদাবাজির সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আব্দুল হাকিম সরকার।
নির্বাহী পরিচালক আব্দুল হাকিমের দাবি, রাবেয়া তাদের কর্মী নয়। আর সুবিধা না দেয়ার তথ্যটি সত্য নয়। ঘর তৈরির জন্য তিনি ৭৫ হাজার করে ৭০ জনকে টাকা দিয়েছেন। জানুয়ারি থেকে কয়েক মাস শিশুখাদ্যও দেয়া হয়েছে।
তবে ঘর তৈরির টাকা দেয়ার কোনো রশিদ তিনি দেখাতে পারেননি।
আব্দুল হাকিমের অভিযোগ নিয়ে রাবেয়া জানান, গত বছরের মার্চ এপ্রিলের দিকে অন্য প্রকল্প শুরুর কথা বলে তাদের কাছ থেকে কর্মী কার্ড ফেরত নেয়া হয়। পরিকল্পিতভাবে কার্ড ফেরত নিয়ে তাদের এখন কর্মী নয় বলা হচ্ছে।
এ বিষয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান নুরুল ইসলামের দাবি, তিনি কিছু জানেন না।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুর রউফ জানান, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বেসরকারি সংস্থা রিলেশন ২০০৫ সালে নীলফামারী জেলা সমাজসেবা কার্যালয় থেকে স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত হয়। এরপর ২০১২ সালের আগস্টে নিবন্ধন নিয়ে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে সংস্থাটি।