চাঁদপুরে নাতির জন্য ডাব পাড়তে নারকেল গাছে উঠেছিলেন দাদা দুলাল মল্লিক। গাছের মাথায় ওঠার পর হঠাৎ নিস্তেজ হয়ে যান তিনি। গাছ থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ি গ্রামে বুধবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, সকালে নাতির জন্য ডাব পাড়তে নারকেল গাছটিতে ওঠেন ৬০ বছরের দুলাল। গাছের উপর ওঠার পর হঠাৎ নিস্তেজ হয়ে পড়েন। গাছের নিচ থেকে এ সময় নাতি চিৎকার দিলে বাড়ির লোকজন ছুটে যান।
স্থানীয় লোকজন পরে রশি দিয়ে গাছের উপর থেকে তাকে নামিয়ে আনেন। দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ডাব পাড়তে গিয়ে গাছেই মৃত্যু হয় দুলাল মল্লিকের। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।