বাগেরহাটে কাওছার শেখ নামের এক দিনমজুরকে দুর্বৃত্তরা গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি সুপারিবাগান থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আর গলায় তার পরনের জামার হাতা দিয়ে ফাঁস লাগানো ছিল বলে জানিয়েছেন বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম।
স্বজনদের বরাত দিয়ে ওসি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় যাত্রাপুর বাজারে বসে কাওছারের সঙ্গে কথা হয় তার বাবা আমির আলীর। রাতে বাড়িতে না এলে, খোঁজাখুজি করেন পরিবারের সদস্যরা। কাওছারের মুঠোফোনটিও বন্ধ পান তারা। পরে বেলা দুইটার দিকে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
ওসি আরও বলেন, ‘ধারণা করছি, মঙ্গলবার রাতে কেউ গলায় ফাঁস দিয়ে কাওছারকে হত্যা করেছে। আমরা ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছি। আশা করি, যত দ্রুত সম্ভব হত্যাকারীদের শনাক্ত করতে পারব।’