নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির নিউজবাংলাকে জানান, নগরপাড়া এলাকার একটি সবজি-বাগানের পাশে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, ওই ব্যক্তির দু্ই পায়ের সামান্য অংশ পোড়েনি। মরদেহটি নারীর না পুরুষের তা শনাক্ত করা যায়নি।
ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।