সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে ছুরিকাঘাতে নজরুল ইসলাম নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার নির্মাণাধীন শহীদ এম মুনসুর আলী মেডিক্যাল কলেজের সামনে এ ঘটনা ঘটে।
নজরুল ইসলামের বাড়ি সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মাঠ পাড়া মহল্লায়।
এলাকাবাসী জানায়, নজরুল ও একই ইউনিয়নের দিয়ারবৈধনাথ গ্রামের ট্রাক ড্রাইভার হাসেমের সঙ্গে অটোরিকশায় করে শিয়ালকোল বাজারে যাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এই সময় হাসেম ফোনে তার আত্মীয় ও বন্ধুদের খবর দিলে মেডিক্যাল কলেজের সামনে এসে তারা নজরুলকে মারধর শুরু করে। একপর্যায়ে হাসেম নজরুলের পেটে ছুরি দিয়ে আঘাত করেন।
আহত অবস্থায় নজরুলকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) স্নিগ্ধ আক্তার জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় নিহতের বাবা আবুল কালাম থানায় মামলা করবেন বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।