মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী চাচা ও তার ভাতিজা নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেলচালক ঘিওর উপজেলার কর্জনা বড়টিয়া গ্রামের শফিকুল ইসলাম ও তার চাচা রাজেন মিয়া।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আল মামুন জানান, বিকেলে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন শফিকুল ও রাজেন। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় ঢাকাগামী এসপি গোল্ডেন পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি আরও জানান, বাসটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পলাতক।
এ ঘটনায় শফিকুলের বাবা আব্দুল গণি রাত ৮টার দিকে মামলা করেছেন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।