মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকা থেকে বিদেশি পিস্তলসহ নিষিদ্ধঘোষিত জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
উদ্যানের ফটকের সামনে থেকে সোমবার রাত ১২টার দিকে কামরুজ্জামান লিটন নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তার বাড়ি ঝিনাইদহের শৈলকুপা থানার সাত ঢিলাকুল এলাকায়।
র্যাব-৯ সিপিসি শ্রীমঙ্গল ক্যাম্পের ইনচার্জ সামিউল আলম নিউজবাংলাকে জানান, লিটনের কাছ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি পিস্তল, তিনটি গুলি, জিহাদী বই ও ৪৫ হাজার টাকা জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকালে মামলার পর তাকে কমলগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
কমলগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মনি রানী দাস জানান, লিটনের নামে র্যাবের ডিএডি ফজলুল হক অস্ত্র আইনে এবং বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলার করেছেন। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।