গাজীপুরের শ্রীপুরে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় ছয় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরমী-কাওরাইদ সড়কের বরকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মো. মোরশাদ। সে ওই এলাকার আমির হোসেনের ছেলে এবং স্থানীয় আল-মদিনা কিন্ডারগার্টেনের প্লে শ্রেণির ছাত্র।
স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম জানান, মোরশেদের বাড়ি সড়কের পাশেই। দুপুরে মোরশাদ তার মা আমেনা বেগমের হাত ধরে রাস্তার দাঁড়িয়ে ছিল। এ সময় হঠাৎ সে আমেনার হাত ছেড়ে রাস্তায় যায়। ওই সময় একটি অটোরিকশা মোরশাদকে ধাক্কা দেয়। আহত মোরশাদকে স্বজনরা হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, আমেনা বেগম থানায় একটি মামলা করেছেন। ময়নাতদন্ত না করার আবেদন করলে শিশুটির মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অটোরিকশাটিকে আটকের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।