দিনাজপুরের পার্বতীপুরে গরু ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে জিয়ারুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে জেলার পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের সুলতানপুর বেলঘাট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জিয়ারুল ইসলামের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সোনাপুর বুড়িগঞ্জ গ্রামে।
পার্বতীপুর থানার মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে তিনি জানান, ভোর সাড়ে ৬টার দিকে একটি পিকআপভ্যান নিয়ে জিয়ারুলসহ ১০ থেকে ১২ জন বেলঘাট গ্রামের কয়েকটি বাড়িতে গরু ডাকাতির প্রস্তুতি নেন। এলাকাবাসী টের পেয়ে তাদের ধাওয়া করেন। এ সময় জিয়ারুলকে রেখে ওই দলের অন্য সদস্যরা পিকআপভ্যান নিয়ে পালিয়ে যান। দৌড়ে পালানোর সময় জিয়ারুলকে আটক করে পিটুনি দেন এলাকাবাসী। পরে খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ জিয়ারুলকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।