বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্রাহ্মণবাড়িয়া নির্বাচন কর্মকর্তার পদত্যাগ দাবিতে কলমবিরতি

  •    
  • ২ মার্চ, ২০২১ ১৬:১০

ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি রেজাউল করিম বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাচনে অধিকাংশ সাংবাদিককে নির্বাচন পরিদর্শন কার্ড দেননি জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান। রেজিস্ট্রেশন পাওয়া স্থানীয়-জাতীয় সব সংবাপত্রে কর্মরত সাংবাদিকের নির্বাচন পরিদর্শন কার্ড পাওয়া তাদের অধিকার।

জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমানের অপসারণের দাবিতে কলমবিরতি ও মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাব।

মঙ্গলবার সকালে শহরের টি এ রোডে ব্রাক্ষণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি রেজাউল করিম। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাচনে অধিকাংশ সাংবাদিকের নির্বাচন পরিদর্শন কার্ড দেননি জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান। রেজিস্ট্রেশন পাওয়া স্থানীয়-জাতীয় সব সংবাপত্রে কর্মরত সাংবাদিকদের নির্বাচন পরিদর্শন কার্ড পাওয়া তাদের অধিকার।

তিনি আরও বলেন, ‘কেন অধিকাংশ সাংবাদিক নির্বাচনী কার্ড পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন, এর জবাব নির্বাচন কর্মকর্তাকে দিতে হবে এবং অবিলম্বে নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমানের পদত্যাগের দাবি জানাই। যদি আমাদের দাবি পূরণ না হয় তা হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে। প্রধান নির্বাচন কমিশনারের বরাবর স্মারকলিপি দেয়া হবে।’

বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চৌধূরী রিপন, যুগ্ম সম্পাদক শরীফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, দপ্তর সম্পাদক আবু সোহেল সরকার, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আহাদ, কোষাধ্যক্ষ আরিফুল হক জুয়েল, সদস্য জাকির হোসেন জিকু, এনায়েত খান, মনিরুজ্জামান মনির এবং জেলা ওয়ার্কার্স পার্টির নেতা কমরেড নজরুল ইসলাম, আর টিভির জেলা প্রতিনিধি আইফাত ইসলাম, বিজয় টিভির জেলা প্রতিনিধি খাইরুল কবীর, দৈনিক আজকের প্রভাত পত্রিকার জেলা প্রতিনিধি আল আমীন, একুশ আমার পত্রিকার জেলা প্রতিনিধি আলমগীর ভূঁইয়া, একুশ আমার আখাউড়া প্রতিনিধি জায়েদুর রহমান, জবস টিভির জেলা প্রতিনিধি ইয়াছিন ও দৈনিক আমাদের বাংলা জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন সোহেলসহ অনেকে।

এ বিভাগের আরো খবর