কক্সবাজারে বাড়িতে ঢুকে এক নারীকে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় তিন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
আটক পুলিশ সদস্যরা হলেন সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুর হুদা ছিদ্দিকী, কনস্টেবল আমিনুল মমিন ও মামুন মোল্লা। তাদের মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কক্সবাজার শহরের মধ্যম কুতুবদিয়া পাড়ায় সোমবার বিকেলে ছিনতাইয়ের এই ঘটনা ঘটে।
এর আগে সোমবার এ ঘটনায় তিনজনের নামে মামলা করেছেন রোজিনা খাতুন নামে ওই নারী।
রোজিনার স্বামী রিয়াজ আহমেদ জানান, ‘কক্সবাজারের খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনার জন্য আমার স্ত্রী আত্মীয়স্বজনদের কাছ থেকে টাকা জোগাড় করে নিয়ে আসেন। আমার অনুপস্থিতিতে সোমবার বিকেলে অটোরিকশায় করে সাদা পোশাকে তিন ব্যক্তি বাসায় ঢুকে আমার স্ত্রী রোজিনাকে মারধর করে পিস্তল ঠেকিয়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নেন।’
ছিনতাইয়ের অভিযোগ করা রোজিনা খাতুন। ছবি: নিউজবাংলা
রোজিনা জানান, ওই তিন ব্যক্তি তাকে ইয়াবা ব্যবসায়ী বলে আখ্যা দেন এবং তার দিকে অস্ত্র তাক করেন। এরপর তার কাছ থেকে ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়া হয়।
তিনি বলেন, ‘আমার চিৎকারে আশপাশের লোকজন সেখানে জড়ো হতে থাকলে তারা পালিয়ে যান। একজনকে স্থানীয় লোকজন তখন আটক করে ৯৯৯-এ ফোন করে পুলিশকে ঘটনা জানান। পুলিশ সেখানে গিয়ে আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায়।’
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) মোহাম্মদ সেলিম জানান, সোমবার রাতে এ ঘটনার সঙ্গে জড়িত অন্য দুই পুলিশ সদস্যকেও আটক করা হয়। পরে মঙ্গলবার সকালে রোজিনার করা মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়।
এ বিষয়ে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, ‘সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। অপরাধী যেই হোক না কেন, সবাই আইনের আওতায় আসবে।’