বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিংগাইরে দুর্বৃত্তের হামলায় ছাত্রলীগ নেতা নিহত

  •    
  • ২ মার্চ, ২০২১ ১৪:৫৩

সিংগাইর সার্কেলের পুলিশ সুপার রেজাউল হক এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার রাতে ছাত্রলীগ নেতা ফারুক হোসেন মিরুর ওপর হামলা হয়। তাকে চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে আনা হয়। সেখানে দুপুরে তিনি মারা যান।

মানিকগঞ্জের সিংগাইরে দুর্বৃত্তের হামলায় ছাত্রলীগ নেতা ফারুক হোসেন মিরু নিহত হয়েছেন।

উপজেলা পরিষদের সামনে সোমবার রাতে তার ওপর হামলা হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর পঙ্গু হাসপাতালে আনা হলে সেখানে মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।

সিংগাইর সার্কেলের পুলিশ সুপার রেজাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাতে স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগমের বাড়ি থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরু ও তার এক সহযোগী। উপজেলা পরিষদের সামনে তাদের পথরোধ করে দুটি অটোরিকশায় থাকা একটি দল। তারা তেড়ে এলে মিরু ও তার সহযোগী দৌড়ে পালাতে চেষ্টা করলে, ধাওয়া করে তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা।

নিহত উপজেলা ছাত্রলীগ নেতা ফারুক হোসেন মিরু। ছবি: নিউজবাংলা

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মিরুকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুপুরে তার মৃত্যু হয়।

এসপি রেজাউল আরও বলেন, এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর