কক্সবাজারের উখিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মাদক চোরাকারবারিদের মধ্যে গোলাগুলি হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
গোলাগুলি শেষে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমদ সোমবার রাতে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, সোমবার বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েকজন ইয়াবা কারবারি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশ আসতে পারে। তাদের ধরতে রেজু আমতলী বিওপির একটি টহল দল উখিয়ার ৪ নম্বর রাজাপালং ইউনিয়ন পরিষদের জলিলের গোদা এলাকায় ফাঁদ পেতে অবস্থান নেয়। এরপর সন্ধ্যা সাতটার দিকে তিন থেকে চারজন চোরাকারবারি সীমান্ত এলাকা থেকে বাংলাদেশের দিকে আসতে থাকে।
আলী হায়দার আরও জানান, বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা তাদের দিকে গুলি ছোড়ে। তখন বিজিবিও পাল্টা গুলি করে। একপর্যায়ে চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা ব্যাগ ফেলে পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে তাদের ব্যাগ তল্লাশি করে ১ লাখ ২০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে।