দিনাজপুরের ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে আলম হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার রসুলপুর রেলক্রসিংসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলম হোসেন পার্বতীপুর উপজেলার বৈ-গ্রামের বাসিন্দা।
পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বিকেলে আলম হোসেন ওই রেলক্রসিংয়ের পাশে রেললাইনে বসে ছিলেন। এ সময় খুলনা থেকে চিলহাটিগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি।
তিনি আরও জানান, আলমের মানসিক সমস্যা ছিল। তিনি প্রায়ই ওই স্থানে গিয়ে রেললাইনে বসে থাকতেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। দুর্ঘটনার পর জিআরপি পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান রেল পুলিশের এ কর্মকর্তা।