ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে ছয়জন নারীসহ ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে আটক করেছে পুলিশ।
এর মধ্যে সোমবার সকালে কোতোয়ালি থানার রঘুরামপুর এলাকা থেকে আটক করা হয় পাঁচজনকে। এ সময় তাদের কাছ থেকে সোনার ১০টি চেইন ও ছিনতাইকাজে ব্যবহৃদ বিশেষ কাটার উদ্ধার করা হয়েছে।
তারা হলেন নাসিমা বেগম, নিহার বেগম, মানোয়ারা বেগম, সুরাইয়া বেগম ও মো. রাশেদ মিয়া। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এলাকায়। তারা নগরীর শম্ভুগঞ্জ এলাকায় বাসা ভাড়া নিয়ে তিন চার মাস ধরে নগরীতে ছিনতাই করছিলেন।
তা ছাড়া সোমবার দুপুরে নগরীর রেলস্টেশন এলাকা থেকে আটক করা হয় পাপিয়া ও শিল্পী আক্তার নামের আরও দুই নারীকে। তাদের বাড়ি নান্দাইলের চরশ্রীরামপুর এলাকায়।
জামালপুরের ইসলামপুর কলেজের একজন শিক্ষিকার ৫ বছরের মেয়ের সোনার চেইন ছিনতাই করতে গিয়ে হাতেনাতে আটক হন পাপিয়া ও শিল্পী। পরে তাদের পুলিশে সোপর্দ করে জনতা।
পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, দীর্ঘ সময় ধরে একটি চক্র নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ করে জনবহুল এলাকায় নানাভাবে ছিনতাই করছিল। আজ চক্রটির সাত সদস্য আটক করা হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক জিগাসাবাদে তারা দোষ স্বীকার করে বলেন, তারা কৃত্রিমভাবে নিজেরাই বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও হাসপাতাল এলাকায় ভিড় জমাতেন। পরে যাত্রীদের গলায় থাকা সোনার চেইন বিশেষ কৌশলে কেটে নিয়ে দ্রুত সটকে পড়তেন।
তিনি আরও বলেন, গ্রেপ্তার সাতজনকে মঙ্গলবার আদালতে তোলা হবে।