মাগুরা সদর উপজেলার আলমখালী এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার আলমখালী বাজার এলাকার খালের পার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে আলমখালী বাজারের কিছু যুবক খালপারে মরদেহটি দেখতে পেয়ে হাজিপুর পুলিশ ক্যাম্পে খবর দেন। পুলিশ গিয়ে দেখতে পায় মরদেহটি দগ্ধ।
ফাঁড়ির পুলিশ পরে সদর থানাকে জানালে মাগুরা সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মাগুরা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয় দোকানি আবুল কাশেম বলেন, ‘খালপারের এই দিকটায় তেমন কেউ যায় না। আগুন কখন লাগল বা মানুষটা কীভাবে পুড়ে গেল, তা তো বোঝা মুশকিল।’
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন নিউজবাংলাকে জানান, মরদেহটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুরো শরীর আগুনে পুড়ে গেছে। বিষয়টি সিআইডি তদন্ত করছে।
এ ঘটনায় সদর থানা-পুলিশ মামলা করবে বলে জানান তিনি।