বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিখোঁজের পাঁচ দিন পর ডোবায় মিলল মরদেহ

  •    
  • ১ মার্চ, ২০২১ ১৮:৫২

নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, ২৪ ফেব্রুয়ারি রাতে রিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর শমসের আর ফেরেননি। খোঁজাখুঁজির পর না পেয়ে পরদিন রাতে তার বাবা চাঁদ মিয়া কাশিয়াডাঙ্গা থানায় একটি অপহরণ মামলা করেন।

নিখোঁজের পাঁচ দিন পর রাজশাহী গোদাগাড়ীর একটি ডোবা থেকে শমসের শেখ নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গোদাগাড়ী উপজেলার পলাশবাড়ী গ্রাম থেকে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। শমসেরের বাড়ি রাজশাহী মহানগরীর কোর্ট বাজার এলাকায়।

ময়নাতদন্তের জন্য মরহেদটি রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, সকালে ওই ডোবায় একজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। মরদেহটি উদ্ধারের পর তার পরিচয় শনাক্ত করা হয়।

নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, ২৪ ফেব্রুয়ারি রাতে রিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর শমসের আর ফেরেননি। খোঁজাখুঁজির পর না পেয়ে পরদিন রাতে তার বাবা চাঁদ মিয়া কাশিয়াডাঙ্গা থানায় একটি অপহরণ মামলা করেন।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, মরদেহ দেখে ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগে হত্যার পর শমসেরকে ডোবায় ফেলা হয়েছে।

তিনি আরও জানান, শমসেরের বাবার করা মামলার তিন আসামিকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ব্যাটারিচালিত অটোরিকশাটিও উদ্ধার করা হয়। তদন্ত চলছে।

এ বিভাগের আরো খবর