সাভারের আশুলিয়া থেকে ছয় বছরের এক শিশুকে অপহরণের পাঁচ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় শিশুটির বাড়ির ভাড়াটিয়াসহ দুই যুবককে আটক করা হয়েছে।
শিশু আলী হাসান আশুলিয়ার কাঠগড়া পলানপাড়া এলাকার শহিদ মোল্লার ছেলে।
আটকরা হলেন লক্ষ্মীপুরের জাকির হোসেন ও ময়মনসিংহের শান্ত মিয়া। অপহরণ পরিকল্পনাকারী মো. সোহান পলাতক। এরা তিনজনই পোশাক কারখানায় কাজ করতেন এবং শহিদ মোল্লার বাড়িতে ভাড়া থাকতেন।
সোমবার দুপুর ১টার দিকে র্যাব-৪-এর অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মোজাম্মেল হক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ২৩ ফেব্রুয়ারি চিপস ও খেলনা কিনে দেয়ার কথা বলে ওই শিশুকে পল্লী বিদুৎ এলাকায় নিয়ে যান সোহান। এরপর জাকির ও শান্ত তাকে প্রথমে রাজধানীর সায়দাবাদ এলাকায় নিয়ে যান।
সেখান থেকে চট্টগ্রামের হাটহাজারী থানার ভাটিয়ারী ইউনিয়নের সেকেন্দার কলোনিতে জাকিরের চাচার বাসায় শিশুটিকে আটকে রাখা হয়। পর দিন তারা শিশু আলীর পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
এ ঘটনায় ওই শিশুর পরিবারের এক সদস্য আশুলিয়া থানায় মামলা করেন। পরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের ১০ হাজার টাকায় পাঠায় আলীর বাবা শহিদ।
অভিযোগে দেয়া তথ্যের ভিত্তিতে র্যাব-৪-এর একটি দল শিশুটির খোঁজ শুরু করে। প্রযুক্তির মাধ্যমে ও র্যাব-৭-এর সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা হয়। রোববার রাতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী চক্রের ওই দুই সদস্যকে আটক করা হয়।
র্যাবের ওই কর্মকর্তা আরও জানান, আটক যুবকেরা সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে সাভারের বিভিন্ন এলাকায় অপহরণসহ নানা অপরাধে জড়িত। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।