বরগুনায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তিনটি সরকারি ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন এক আইনজীবী।
জেলা ও দায়রা জজ আদালতে রোববার মামলাটি করেন বরগুনা নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের সহকারী প্রসিকিউটর জেড এইচ এম মুজাহিদুল হক।
মামলার আরজিতে বলা হয়েছে, ২১ ফেব্রুয়ারি মুজাহিদুল দেখতে পান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বরগুনা জেলা কার্যালয়ে পতাকা ঠিকভাবে উত্তোলন করা হয়নি। একইভাবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জেলা সাবরেজিস্ট্রারের কার্যালয়ে নিয়ম মেনে পতাকা উত্তোলন করা হয়নি।
এ ছাড়া বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান কুয়েত প্রবাসী হাসপাতালেও তিনি একই অবস্থা দেখতে পান।
ওইসব কার্যালয়ে উত্তোলন করা পতাকার ছবি মোবাইল ফোনে ধারণ করে তিনি মামলার কপির সঙ্গে যুক্ত করেছেন।
আদালত মামলাটি আমলে নিয়ে আদেশের জন্য রেখেছেন।
মুজাহিদ নিউজবাংলাকে বলেন, ‘রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সম্মান রক্ষার্থে জাতীয় পতাকা উত্তোলনে গাফিলতি শাস্তিযোগ্য অপরাধ। আমি চাই এ মামলায় অভিযুক্তদের শাস্তি হোক এবং সবার মাঝে সচেতনতা ফিরুক।’