চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিজ বাড়িতে সাবেক চেয়ারম্যান আবদুল হককে রোববার রাত ৩টার দিকে হত্যা করা হয়।
৯০ বছর বয়সী আবদুল হক ওই বাড়িতে একা থাকতেন। তার সঙ্গে জমির উদ্দিন নামে একজন গৃহকর্মী থাকত।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবদুল হকের মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে।
তার মাথার ডান পাশে জখমের চিহ্ন রয়েছে। পুলিশ মরদেহের সুরতহাল করে গৃহকর্মী জমিরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
মরদেহটি উদ্ধার করে সোমবার দুপুর ১২টার দিকে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু বলেন, ‘কেঁওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যানকে হত্যার খবর পেয়েছি। তার স্বজনরা চট্টগ্রাম শহরে বসবাস করে। ঘটনার পর তারা বাড়িতে এসেছে। তবে এখনো এই ঘটনায় কোনো মামলা হয়নি।’