স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সম্মাননা প্রদানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশালে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে।
‘মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এই প্রত্যয়ে বরিশালে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে।
বরিশাল পুলিশ লাইনে সোমবার সকাল ১০টার দিকে নিহত পুলিশ সদস্যদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান।
পরে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে পুলিশ লাইনের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার মারুফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত কর্তব্যরত অবস্থায় নিহত বরিশাল জেলা ও মেট্রোর ৩৭ পুলিশ সদস্যের পরিবারকে সম্মাননা ও উপহার দেয়া হয়।