ঝিনাইদহ সদরের মধুহাটি ইউনিয়নের একটি বাড়ি থেকে মাদ্রাসাশিক্ষকের হাত-পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
ইউনিয়নের গোপালপুর গ্রামের কলুপাড়া এলাকার বাড়ি থেকে সোমবার সকালে উদ্ধার করা হয় ইসমাইল হোসেন সুজন নামে ওই ব্যক্তির মরদেহ।
সুজন বড়বাড়ি দাখিল মাদ্রাসার সুপার পদে কর্মরত ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খবরটি নিশ্চিত করেছেন।
মধুহাটি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, সকালে সুজনের মা রহিমা খাতুন ঘুম থেকে ডাকতে তার কক্ষে যান। সেখানে সকালে সুজনের মা রহিমা খাতুন ঘুম থেকে ডাকতে তার কক্ষে যান। সেখানে হাত-পা বাঁধা অবস্থায় তার দেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত দেখেন।
নিহত ব্যক্তির শ্যালক মেহেদি হাসান জানান, বাড়িতে মা ও স্ত্রীকে নিয়ে থাকতেন সুজন। স্ত্রী তিনা খাতুন গত মাসে বাবার বাড়ি বেড়াতে যান। সকালে সুজনের মরদেহ দেখে তাদের খবর দেন রহিমা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়ছে বলে জানান ওসি মিজানুর।