কিশোরগঞ্জের ইটনায় মাছ ধরা নিয়ে তর্ক থেকে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
৩২ বছর বয়সী নিহত ওই ব্যক্তির নাম মাহবুবুর রহমান। তিনি পেশায় জেলে ছিলেন। নিহত মাহবুবুর উপজেলার এলংজুরি ইউনিয়নের মনসন্তোষ পাড়ার বাসিন্দা।
আহত ব্যক্তিরা হলেন একই ইউনিয়নের মনসন্তোষ পাড়ার আল আমীন, কবিলা পাড়ার আমির হামজা ও মধ্যপাড়ার কাঞ্চন মিয়া।
স্থানীয় লোকজন জানান, রোববার দুপুরে উপজেলার কুলিরভিটা এলাকায় ধনু নদে কয়েকজন জেলে জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় মাহবুব এবং তার সহযোগী আরও তিন জেলে একই জায়গায় বড়শি দিয়ে মাছ ধরতে যান। এ সময় দুই পক্ষের মধ্যে প্রথমে তর্ক হয়। পরে তা সংঘর্ষে জড়ায়। এতে মাহবুবসহ আরও তিন জেলে আহত হন।
তারা আরও জানান, আহত ব্যক্তিদের এলংজুরি বাজারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বাজার থেকে বাড়িতে ফেরার পর বিকেলে মাহবুব মারা যান।
মাহবুবের চাচা নাছির উদ্দিন অভিযোগ করেন, ‘মাছ ধরাকে কেন্দ্র করে ইটনা সদর ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার আসলাম মেম্বার ও তার লোকজনের হামলায় মাহবুব নিহত হয়েছেন। তিনি দুই কন্যা ও এক পুত্রসন্তানের জনক। পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন মাহবুব।’
এ বিষয়ে আসলাম মেম্বারের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান জানান, এ ঘটনায় এখনও মামলা হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।