বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরিশালে আনন্দ র্যালি করেছে মহানগর আওয়ামী লীগ।
বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে রোববার সন্ধ্যায় জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হয়।
র্যালিটি নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক, লাইন রোড, চকবাজার ও কাকলির মোড় হয়ে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এতে যোগ দেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গাজী নঈমুল হোসেন লিটু, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহামুদ বাবু, গোলাম সরোয়ার রাজীব, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাসসহ আরও অনেকে।