টাঙ্গাইলের কালিহাতীতে এক কিশোরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তার মৃত্যু হয়।
নিহত আশা আক্তার উপজেলা কোকডহরা ইউনিয়নের দত্তগ্রামের প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে।
আশার মা সুফিয়া বেগম আহাজারি করে নিউজবাংলাকে বলেন, ‘কে বা কারা আমার মেয়েকে মেরেছে আমি কিছুই বলতে পারছি না। আমাদের সঙ্গে তো কারও শত্রুতা নাই। তবে আমি এর সঠিক বিচার চাই।’
এ বিষয়ে কোকডহরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘এমন ঘটনা মেনে না যায় না। এর সঠিক তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তি দাবি করছি।’
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, শনিবার রাত ১০টার দিকে আশাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে ঘরের সামনে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, হত্যাকারীরা আশার পূর্বপরিচিত। তবে কে বা কারা হত্যা করেছে সে ব্যাপারে কিছু জানাতে পারেননি স্বজন ও এলাকাবাসী।
ঘটনার সময় আশার চিৎকারে লোকজন জড়ো হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। রোববার দুপুরে মৃত্যুর পর ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহ বাড়িতে নেয়া হয়।
ওসি আরও জানান, আশার মা সুফিয়া বেগম রোববার বিকেলে অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।