বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মুজিববর্ষে বই পেল ১৫ গণপাঠাগার

  •    
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:০৮

প্রজ্জ্বল রোয়াজা বলেন, ‘আধুনিক প্রযুক্তির মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যমের অবাধ ব্যবহারের কারণে বইয়ের পাঠকের সংখ্যা উদ্বেগজনক হারে কমে গেছে। এটা সমাজের জন্য শুভ কোনো ফল বয়ে আনবে না।’

একসময় পাঠাগার থেকে বই নেয়া, সেই বই পড়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দেয়ার চল ছিল। কিন্তু তথ্যপ্রযুক্তি যত বেশি মানুষের জীবনে দখল নিয়েছে, তত বেশি হারিয়ে গেছে পাঠাগারকেন্দ্রিক এই চল।

শিক্ষার্থী ও যুবসমাজকে পাঠাগারে ফেরানোর চেষ্টা হিসেবে খাগড়াছড়িতে ১৫টি গণপাঠাগারে বই বিতরণ করা হয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থ দিবস উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী মুজিববর্ষ উপলক্ষে ১৫টি বেসরকারি গণপাঠাগারকে বই দেয়ার ঘোষণা দেন।

তার ঘোষণা অনুযায়ী রোববার দুপুরে জেলা সরকারি গ্রন্থাগার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বই বিতরণ করা হয়।

জেলায় নিবন্ধিত ১৫টি বেসরকারি পাঠাগারকে দুই ক্যাটাগরিতে ভাগ করে ৫ লাখ টাকার বই বিতরণ করা হয়েছে। ‘ক’ ক্যাটাগরির পাঁচ পাঠাগারকে ১৬২টি করে এবং ‘খ’ ক্যাটাগরির ১০ পাঠাগারকে ১৪২টি করে বই দেয়া হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নীলোৎপল খীসা বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ নানা কর্মসূচি গ্রহণ করেছে। বেসরকারি গণপাঠাগারগুলোতে বই বিতরণ তার একটি। শুধু সরকারের আশায় না থেকে বেসরকারি পর্যায়ে গ্রামেগঞ্জে পাঠাগার গড়ে তুলে সকলকে বই পড়তে উদ্বুদ্ধ করতে হবে।

প্রতিবছর খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ থেকে বেসরকারি গণপাঠাগারগুলোকে নানাভাবে সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

জেলা সরকারি গ্রন্থাগারের প্রধান লাইব্রেরিয়ান ওয়েন চাকমার সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বেসরকারি গণপাঠাগারগুলোর পক্ষে বক্তব্য দেন প্রজ্জ্বল রোয়াজা।

তিনি বলেন, ‘আধুনিক প্রযুক্তির মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যমের অবাধ ব্যবহারের কারণে বইয়ের পাঠকের সংখ্যা উদ্বেগজনক হারে কমে গেছে। এটা সমাজের জন্য শুভ কোনো ফল বয়ে আনবে না।

‘শিক্ষার্থী ও যুবসমাজকে বই পড়তে অনুপ্রাণিত করতে হবে। নানা কর্মসূচি দিয়ে তাদের বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করে দিতে হবে।’

অনুষ্ঠানে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, সাংবাদিক আবু দাউদ ও রিকেন চাকমাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর