কক্সবাজার থেকে শনিবার রাতে রাজবাড়ী আসেন দুই জন। তাদের পেটে ছিল ১ হাজার ৪০০ পিস ইয়াবা।
রাজবাড়ীর বালিয়াকান্দি এলাকা থেকে রাতেই তাদের গ্রেপ্তারের পর ইয়াবাগুলো জব্দ করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তার দুই জন হলেন রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর গ্রামের লুৎফর খাঁ এবং একই উপজেলার বড়চর বেনিনগর গ্রামের কুব্বাত আলী।
রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) এম এম শাকিলুজ্জামান রোববার দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
এসপি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই জনকে আটক করা হয়। তবে মিলছিল না ইয়াবা। অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ ও পরীক্ষা-নিরীক্ষার পর তারা স্বীকার করেন বিশেষ কায়দায় পাকস্থলীতে ইয়াবা বহন করছেন।
তিনি আরও জানান, এক্সরের পর তাদের একজনের পাকস্থলীতে ক্যাপসুল আকারের ১৩টি ও অন্যজনের পেটে ১৫টি বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। পরে বিশেষ ব্যবস্থায় ক্যাপসুলগুলো বের করে তার মধ্যে ১ হাজার ৪০০ পিস ইয়াবা পাওয়া যায়।
পুলিশের এ কর্মকর্তা জানান, ওই দুইজন এসব ইয়াবা কক্সবাজার থেকে পাকস্থলীতে করে নিয়ে আসেন। বালিয়াকান্দি থানায় মামলার পর রোববার রাজবাড়ীর আদালতে মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।