বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত পাঁচজন। আহত হয়েছেন কমপক্ষে ছয়জন। এ নিয়ে গেল তিন দিনে সড়কে ঝরল অন্তত ৩০ জনের প্রাণ। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ছুটির দিন শুক্রবারে। এ দিন মারা গেছেন অন্তত ২০ জন।
চট্টগ্রাম
চট্টগ্রামের সীতাকুণ্ডে মিনি বাসের ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
রোববার বেলা ২টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামস তাহিয়াত মৌনতা বাংলাদেশ মেলিটারি অ্যাকাডেমি (বিএমএ) স্কুলের ১০ শ্রেণির শিক্ষার্থী।
বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বাবুল মিয়া বলেন, গাড়িতে ওঠার সময় পেছন দিক থেকে একটি মিনিবাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় ওই শিক্ষার্থী।
তিনি বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘাতক বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।
চাঁদপুর
চাঁদপুরে ট্রাকচাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। শহরের কাজী নজরুল ইসলাম সড়কের আল-আমিন একাডেমির সামনে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিখিল চন্দ্র দাসের বাড়ি সদর উপজেলা কুমারডুগী গ্রামে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল রশিদ জানান, স্ত্রীকে নিয়ে অটোরিকশায় করে গ্রামের বাড়ি কুমারডুগী যাচ্ছিলেন নিখিল। গাড়িটি গলি থেকে বের হওয়ার সময় ট্রাকের সামনে পড়ে।
নিখিল চন্দ্রকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দসহ ট্রাকচালক শাহির রাজা ও অটোরকশাচালক শরিফকে আটক করা হয়েছে।
কক্সবাজার
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে দুটি পিকআপের সংঘর্ষে এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
কক্সবাজার সদরের ইসলামপুর দুলাল ফকির রাস্তার মাথায় রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. বাবুল ঈদগাঁও ইসলামপুর এলাকার বাসিন্দা ছিলেন।
রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী পিকআপের সঙ্গে খুটাখালিমুখী পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন মো. বাবুল।
আহতদের উদ্ধার করে ঈদগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আলমসাধু চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
দামুড়হুদার কুড়ালগাছি নতুন পাড়ায় রোববার বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনিরুল ইসলাম দামুড়হুদা উপজেলার হরিশচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
নিহতের চাচা আব্দুর রাজ্জাক জানান, দুপুরে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মনিরুল। পথে ধানের বস্তাবোঝাই আলমসাধু তাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় উল্টে যায়। এতে চাপা পড়ে গুরুতর আহত হন মনিরুল। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে মনিরুলের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
টাঙ্গাইল
টাঙ্গাইলের মধুপুরে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
উপজেলার গোলাবাড়ী ব্রিজ এলাকায় বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ আলী সওদাগরের বাড়ি মধুপুর উপজেলার আঙ্গিনাপাড়া এলাকায়।মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ূন ফরিদ জানান, জামালপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস ইউসুফের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। আহত হন আরও দুজন।
গেল তিন দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ৩০ জনের। এর মধ্যে শুক্রবার সকালে নিহত হন ১৪ জন।