উপপরিদর্শক রিয়াজুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে ওই ব্যক্তির বয়স ২৭ বছর। তার হাত-পা ও মুখ দড়ি দিয়ে বাঁধা ছিল। অন্য কোথাও হত্যার পর লাশ ফেলে যাওয়া হয়।
বরিশাল সদর উপজেলার চরমোনাই ব্রিজ এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে ওই এলাকার দুলালের চায়ের দোকানের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক রিয়াজুল ইসলাম বলেন, পলিথিনে মোড়ানো লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ধারণা করা হচ্ছে ওই ব্যক্তির বয়স ২৭ বছর। তার হাত-পা ও মুখ দড়ি দিয়ে বাঁধা ছিল। অন্য কোথাও হত্যার পর লাশ এখানে ফেলে যাওয়া হয়-যুক্ত করেন পুলিশের এই উপপরিদর্শক।