বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘মা হতেই হবে, সেই চাপে ২ শিশু চুরি’

  •    
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২১ ১৬:০৯

পুলিশ সুপার জানান, আটক সাতজনের একজন আল্পনা জিজ্ঞাসাবাদে দুই শিশু চুরির দায় স্বীকার করেছেন। তিনি জানান, সন্তান না হওয়ায় সংসার টিকিয়ে রাখতে এক নবজাতককে চুরি করেন তিনি। শিশুটি মারা যাওয়ায় আরেক শিশুকে চুরি করা হয়।

সন্তান না হওয়ায় পরিবারের সহায়তায় দুই শিশুকে চুরি করেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার আলোকদিয়া গ্রামের আল্পনা খাতুন। এমন তথ্য জানিয়েছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম।

দুই শিশু চুরি হওয়ার ঘটনা নিয়ে রোববার দুপুরে সংবাদ সম্মেলনে এসপি জানান, এ ঘটনায় আটক সাতজনের একজন আল্পনা প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু চুরির অভিযোগ স্বীকার করেছেন। প্রথমে চুরি করা এক শিশু মারা যাওয়ায় চার দিন পর হাসপাতাল থেকে আরেক শিশু চুরি করেন অভিযুক্তরা।

এসপি বলেন, ‘আল্পনা জানিয়েছেন, সন্তান না হওয়ায় স্বামী তাকে ছেড়ে আরেকজনকে বিয়ে করার হুমকি দেন। এর পর গর্ভধারণের মিথ্যা দাবি করে মাস কয়েক আগে মা সয়রন বিবির কাছে চলে আসেন তিনি।’

এরপর মা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে হাসপাতাল থেকে নবজাতক চুরির পরিকল্পনা করেন আল্পনা।

পুলিশের দাবি, এরপর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের এক কর্মীর সঙ্গে যোগসাজশ করে মঙ্গলবার দুপুরে ২৩ দিনের শিশু মাহিনকে চুরি করেন তারা।

হাটিকুমরুল সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতাল থেকে চুরি হওয়া সামিউলকে জীবিত উদ্ধার করা হয়। ছবি: নিউজবাংলা

তবে শিশুটির মৃত্যু হওয়ায় শনিবার আবার সিরাজগঞ্জের হাটিকুমরুল সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতাল থেকে তারা চুরি করেন সদ্যজাত সামিউলকে।

এসপি বলেন, আলোকদিয়া গ্রামের মসজিদের মাইকে দুই শিশু চুরির ঘটনা ঘোষণার পর স্থানীয় লোকজন সন্দেহের বশে আল্পনা ও তার পরিবারের বিষয়ে পুলিশকে জানান। এরপর অভিযান চালিয়ে আল্পনা, তার মা ও ভাই এবং সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালের এক পরিচ্ছন্নতা কর্মীসহ সাতজনকে আটক কর হয়।

আল্পনার বাড়ি থেকে শিশু সামিউলকে জীবিত ও মাহিনকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

এসপি জানান, আল্পনার স্বামী পলাতক। তাকে খুঁজছে পুুলিশ। এ ছাড়া আটক সাতজনকে আরও জিজ্ঞাসাবাদের পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এর আগে মঙ্গলবার শিশু মাহিন চুরির ঘটনায় তার বাবা চয়ন ইসলাম অজ্ঞাতপরিচয় পাঁচজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।

আর হাটিকুমরুল সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতাল থেকে শনিবার শিশু সামিউল খোয়া যাওয়ার পর তার বাবা আব্দুল মাজেদ অজ্ঞাতপরিচয় ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা করেন।

এ বিভাগের আরো খবর