খুলনায় কয়রা উপজেলার নাকশা গ্রামের শেখ আকবর আলী হত্যা মামলায় আদালত পাঁচ আসামিকে যাবজ্জীবন দিয়েছে। প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
খুলনা জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ইয়ারব হোসেন রোববার দুপুর ১২টার দিকে এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এম ইলিয়াস খান এ তথ্যটি নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্তরা হলেন- পাইকগাছা উপজেলার ধামরাইল গ্রামের মামুন গাজী, কয়রা উপজেলার নাকশা গ্রামের শেখ মোশারেফ হোসেন, মতিয়ার রহমান, নুরুর রহমান জেবা ও সাজিদুর রহমান বাকু।
আদালত সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে বিরোধের জেরে খুন করা হয় আকবর আলীকে। ২০১৩ সালের ২৬ জুলাই মাঝরাতে দুর্বৃত্তরা তাকে খুন করে নাকশা বাজারে তার দোকানের সামনে ফেলে যায়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এম ইলিয়াস খান বলেন, ‘ঘটনার রাতে আকবর আলী তার ওষুধের দোকানে ঘুমাচ্ছিলেন। ঘটনার দিন তিনি সেহরি খাওয়ার জন্য দোকান থেকে বাড়িতে যাওয়ার সময় দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে তাকে দোকানের সামনে ফেলে রেখে যায়।’
পরে ওই ঘটনায় নিহতের ছেলে শেখ রবিউল ইসলাম বাদী হয়ে কয়রা থানায় ছয়জনের নামে ২৬ জুলাই মামলা করেন। মামলা চলাকালে শেখ কামরুল ইসলাম নামের এক আসামির মৃত্যু হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সুবীর দত্ত ওই বছরের ২৩ ডিসেম্বর আসামিদের নাম উল্লেখ করে আদালতে একটি অভিযোগপত্র দেন। মামলায় ২১ জন সাক্ষ্য দেন।
ওই মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন শেখ শাহীন আজাদ।
আসামিপক্ষের আইনজীবী এমএম মুজিবুর রহমান বলেন, ‘আমাদের প্রতিটা আসামির খালাস পাওয়ার কথা ছিল। আমরা এই রায়ে সন্তুষ্ট না। আমরা হাইকোর্টে আপিল করব।’