বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পরীক্ষার দাবিতে দুই জেলায় রাস্তায় শিক্ষার্থীরা

  •    
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২১ ১৪:৫৫

বিএম কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া নিউজবাংলাকে বলেন, ‘আমি বিষয়টি সমাধানের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে কথা বলব।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্থগিত পরীক্ষা দ্রুত নেয়ার দাবিতে বরিশাল ও মৌলভীবাজারে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

বরিশালে ব্রজমোহন (বিএম) কলেজের সামনের সড়ক অবরোধ করে অনার্স চতুর্থ বর্ষের মৌখিক ও ব্যবহারিক এবং মাস্টার্সের ফাইনালসহ সব পরীক্ষা দ্রুত নেয়ার দাবিতে রোববার বেলা সোয়া ১১টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থী মো. অনিক নিউজবাংলাকে জানান, তারা ২০১৯ সালে চতুর্থ বর্ষে ওঠেন। করোনার কারণে অনেক পিছিয়ে গেছেন। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা না হওয়ায় কোথাও চাকরির আবেদন করতে পারছেন না।

শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

সড়ক অবরোধ থাকায় বিপাকে পড়ে সাধারণ মানুষ। একপর্যায়ে শিক্ষার্থীরা ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর অবরোধ তুলে নিয়ে কলেজের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।

নূর নিরব নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছি। এর মধ্যে দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনে যাব।’

বিএম কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া নিউজবাংলাকে বলেন, ‘আমি বিষয়টি সমাধানের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে কথা বলব।’

মৌলভীবাজারে প্রেস ক্লাবের সামনে রোববার দুপুরে তিন দফা দাবিতে মানববন্ধন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

তাদের দাবিগুলো হলো স্থগিত সব পরীক্ষা দ্রুত নেয়া, শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফ এবং হল ও মেস ভাড়া মওকুফ করে দেয়া।

মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী ফয়েজ আহমদ বলেন, ‘দেশে সব মিলিয়ে পৌনে ছয় কোটি শিক্ষার্থী আছে। তার মধ্যে অর্ধেক শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। আমাদের পরীক্ষা স্থগিত করে দেয়ায় আমরা মারাত্মক সেশনজটে ভুগছি।’

আগামী এক সপ্তাহের মধ্যে দাবি মানা না হলে তারা কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন।

এ বিভাগের আরো খবর