বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মোংলায় তলা ফেটে ডুবেছে কার্গো

  •    
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২১ ১২:৪০

কার্গোটির মাস্টার ওসমান আলী জানান, বন্দরের হাড়বাড়িয়ার ৭ নম্বর ঘাট থেকে প্রায় ৭০০ টন কয়লা নিয়ে শনিবার রাতে যশোরের নওয়াপাড়ার দিকে রওনা হয় এমভি বিবি-১১৪৮। রাত ১১টার দিকে পশুর নদীর বানীশান্তা ও কানাইনগর এলাকায় পৌঁছালে তলা ফেটে কার্গোটি ডুবে যায়।

মোংলার পশুর নদীতে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে।

বন্দরের হারবার মাস্টার কমান্ডার মো. ফখরউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এমভি বিবি-১১৪৮ নামে ওই কার্গোতে থাকা মাস্টারসহ ১৩ জন সাঁতরে তীরে উঠতে পেরেছেন। কারও নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি।

কার্গোটির মাস্টার ওসমান আলী জানান, বন্দরের হাড়বাড়িয়ার ৭ নম্বর ঘাটে নোঙর করে থাকা এমভি জসকো নামের একটি জাহাজ থেকে প্রায় ৭০০ টন কয়লা বোঝাই করে শনিবার রাতে যশোরের নওয়াপাড়ার দিকে রওনা হয় এমভি বিবি-১১৪৮।

তিনি বলেন, রাত ১১টার দিকে পশুর নদীর বানীশান্তা ও কানাইনগর এলাকায় পৌঁছালে তলা ফেটে কার্গোটি ডুবে যায়। তখন তিনি ও কার্গোতে থাকা অন্য কর্মীরা সাঁতরে তীরে উঠে যান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জাহাজটি উদ্ধারে কাজ শুরু হয়নি। হারবার মাস্টার জানান, ঘটনাস্থলে মার্কিং করে উদ্ধারকাজ শুরু করা হবে শিগগিরই।

তিনি আরও জানান, কার্গোটি মূল চ্যানেলের বাইরে ডুবেছে বলে পশুর চ্যানেল দিয়ে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে না।

এ বিভাগের আরো খবর