কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালীর মুন্সির ডেইলে পানচাষি আবদুল গফুর হত্যা মামলার আসামি গুরা মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নিউজবাংলাকে শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন মহেশখালী-কুতুবদিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাহিদুল ইসলাম।
তিনি জানান, সকালে কক্সবাজারের সদর উপজেলায় খুরুশকুল মহেশখালী থানা-পুলিশ ও সদর থানার পুলিশ অভিযান চালিয়ে গুরা মিয়াকে গ্রেপ্তার করে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, গফুর হত্যা মামলার আটজন আসামির একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
গত ১১ জানুয়ারি মহেশখালী উপজেলার বড় মহেশখালীর মুন্সির ডেইলে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার ইউসুফ জালালের নেতৃত্বে আবদুল গফুরকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় ওই দিনই গফুরের ভাই খাইরুল আমিন মহেশখালী থানায় ইউসুফসহ আটজনের নামে মামলা করেন।