দুই ছাত্রীকে যৌন হয়রানির দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারীকে ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম থেকে ছয় বছরের জন্য অব্যাহতির সুপারিশ করেছে যৌন নিপীড়নবিরোধী সেল।
শনিবার সকালে উপাচার্যের সম্মেলন কক্ষে ৫০৪তম সিন্ডিকেট সভায় সেলের প্রতিবেদনটি তোলা করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ‘সিন্ডিকেট সভায় বিষ্ণু কুমার অধিকারীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলের তদন্ত কমিটির প্রতিবেদনটি উপস্থাপন করা হয়েছে। এতে কয়েক দফা সুপারিশ করা হয়েছে। সুপারিশের মধ্যে রয়েছে সব ক্লাস-পরীক্ষা থেকে ছয় বছরের জন্য অব্যাহতি, ছয় বছরের জন্য বেতনবৃদ্ধি ও ইনক্রিমেন্ট স্থগিত রাখা। এ ছাড়া তিনি ১০ বছরের জন্য পদোন্নতির আবেদন করতে পারবেন না। এই সুপারিশগুলো পরবর্তী সিন্ডিকেটে অনুমোদন হতে পারে।’
তিনি আরও বলেন, ‘যথাযথ প্রক্রিয়া মেনে ওই শিক্ষককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়েছে। এরপর তার বক্তব্য ও তদন্ত কমিটির ফাইন্ডিংসগুলো পর্যালোচনা করে ওই শিক্ষকের বিষয়ে সামনের সিন্ডিকেটে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’
যদিও এর আগে সিন্ডিকেট সদস্য অধ্যাপক আব্দুল আলিম নিউজবাংলাকে বলেন, ‘দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারীকে ছয় বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।’
২০১৯ সালের ২৫ ও ২৭ জুন ইনস্টিটিউটের দ্বিতীয় ও চতুর্থ বর্ষের দুইজন ছাত্রী বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ ইনস্টিটিউটে শিক্ষক বিষ্ণু কুমার অধিকারীর বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ করেন। এর প্রেক্ষিতে ইনস্টিটিউটের তৎকালীন পরিচালক আবুল হাসান চৌধুরীকে আহ্বায়ক করে ইনস্টিটিউটের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই বছরের ২১ জুলাই তদন্ত কমিটি যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পায়।
প্রতিবেদনটি তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দেন। এরপর উপাচার্য বিষয়টি তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজিনা লাজকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। এ বছরের জানুয়ারি মাসের শুরুতে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়। শনিবারের সিন্ডিকেট সভায় প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।
অধ্যাপক রেজিনা লাজ বলেন, ‘তদন্তের ভিত্তিতে আমরা বেশ কয়েকটি সুপারিশ করেছি। এটি আজকের সিন্ডিকেট সভায় উপস্থাপনের কথা ছিল। এখন সিন্ডিকেট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’