সিরাজগঞ্জের হাটিকুমরুল সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতাল থেকে নবজাতক চুরির কয়েকটি ভিডিও ক্লিপ নিউজবাংলার হাতে এসেছে।
হাসপাতালের সিসিটিভির ফুটেজে শিশু চুরির ওই ঘটনা ধরা পড়ে।
প্রায় দেড় মিনিটের ফুটেজে দেখা যায়, শিশুটির নানীর সঙ্গে কথা বলছেন খয়েরি রংয়ের বোরকা পরা এক নারী। এক পর্যায়ে শিশুকে কোলে নেন তিনি। কয়েক ঘণ্টা তাকে কোলে নিয়ে হাসপাতালের বারান্দায় পায়চারী করেন। এর পর সুযোগ বুঝে কৌশলে নবজাতককে নিয়ে সটকে পড়েন।
শিশুটির বাবা আব্দুল মাজেদ নিউজাবংলাকে বলেন, ‘১২ বছর অপেক্ষার পর প্রথম সন্তান ঘরে আসবে। তাই নিরাপদ প্রসবের কথা ভেবে শনিবার সকাল ৮টার দিকে স্ত্রী সবিতাকে এই হাসপাতালে ভর্তি করি। সন্তান প্রসবের সংবাদটিও যথা সময়ে পাই।
‘কিন্তু নিজের সন্তানকে আর বুকে নেয়া হলো না আমার। জন্মের ৬ ঘণ্টার মধ্যেই চুরি হয়ে গেল আমার প্রথম সন্তান। এই কষ্ট আর কাউকে বোঝাতে পারছি না। আমি আমার সন্তানকে ফেরত চাই যে কোনো কিছুর বিনিময়ে।’
হাসপাতালের ব্যবস্থাপক জাকির হোসেন বলেন, সিজারের পর প্রসূতি বেশ কিছুক্ষণ অচেতন থাকায় শিশুটিকে নানী জয়নব কোলে নেন। পরে তার কাছ থেকে শিশুটিকে নিয়ে পালিয়ে যায় ওই নারী।
শিশুটিকে কেন ওই নারীকে দিলেন এমন প্রশ্নে নানী জয়নব বেগম বলেন, ‘বোরকা পরা মেয়েটি তাকে এসে জানায়, তার ভাইয়ের ছেলে হয়েছে এই হাসপাতালেই। কিন্তু ভাতিজাকে কোলে নিতে দিচ্ছে না। এ কথা বলে সে আমার নাতীকে নিতে চায়। তখন আমি আর না করিনি। এরপর আমি ওষুধ নিতে নামলে সে পালিয়ে যায়।’
সন্ধ্যার দিকে ঘটনাস্থলে যান সালঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী। তিনি নিউজবাংলাকে বলেন, ‘হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।’