জামালপুরের সরিষাবাড়ীতে হাসান মিয়া নামের ১৫ বছর বয়সী এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ভোরে পৌরসভার শিমলাপল্লী এলাকার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হাসান একই গ্রামের শহীদ আলীর ছেলে।
তার বাবা শহীদ আলী জানান, হাসান ঢাকায় রাজমিস্ত্রির কাজ করত। প্রায় এক মাস আগে সে বাড়ি আসে। শুক্রবার রাতে খাওয়ার পর নিজের ঘরে ঘুমাতে যায়। শনিবার সকালে পরিবারের লোকেরা তার ঘরের ধরনার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
সরিষাবাড়ি থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনও কোনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।’