বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কীর্তনখোলায় মুসল্লিবাহী দুটি ট্রলারডুবি

  •    
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৮:১৯

মাহফিলের আখেরি মোনাজাত শেষে ট্রলারে করে নিজ নিজ গন্তব্যে রওনা দেন মুসল্লিরা। অতিরিক্ত যাত্রী হওয়ায় দুইটি ট্রলার নদীতে ডুবে যায়। ট্রলার দুটিতে শতাধিক যাত্রী ছিলেন।

বরিশালের চরমোনাইয়ের বার্ষিক ওয়াজ মাহফিল শেষে গন্তব্যে যাওয়ার সময় দুটি ট্রলার ডুবে গেছে। তবে কোনো নিখোঁজ বা হতাহতের ঘটনা ঘটেনি।

জেলার কীর্তনখোলা নদে শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মাহফিলের আখেরি মোনাজাত শেষে ট্রলারে করে নিজ নিজ গন্তব্যে রওনা দেন মুসল্লিরা। অতিরিক্ত যাত্রী হওয়ায় দুইটি ট্রলার নদীতে ডুবে যায়। ট্রলার দুটিতে শতাধিক যাত্রী ছিলেন।

কিছু মানুষ সাঁতরে তীরে ওঠেন আর কিছু মানুষকে আশপাশের ট্রলারগুলো উদ্ধার করে।

এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, হাজার হাজার মানুষ ট্রলার ও লঞ্চে নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছেন। এর মধ্যে দুইটি ট্রলার ডুবে যাচ্ছে। যাত্রীরা ওই দুই ট্রলারের ওপরেই ভেসে আছেন। কেউ কেউ সাঁতরে ওপরে ওঠার চেষ্টা করছেন। এমন সময় অনেকগুলো ট্রলার ও ছোট নৌকা নিয়ে উদ্ধার শুরু করেন স্থানীয় লোকজন।

গুরুতর কেউ আহত না হলেও চরমোনাইয়ের মাহফিলে ভ্রাম্যমাণ চিকিৎসাকেন্দ্রে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয় চরমোনাই মাহফিলে। গত বুধবার মাহফিল শুরু হয়। মাহফিলে কয়েক লাখ মুসল্লি অংশ নেন।

এ বিভাগের আরো খবর