বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাদরাসাছাত্রী হত্যা: মায়ের স্বীকারোক্তি

  •    
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৫:৪৭

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আব্দুল লতিফ নিউজবাংলাকে জানান, নুর নাহার স্বীকার করেছেন মেরি যখন এশার নামাজ পড়ছিল তিনি তখন পেছন থেকে এসে মেয়েকে গলাকেটে হত্যা করেন।

রংপুরের বদরগঞ্জে মাদরাসাছাত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তার মা।

রংপুর বিচারিক হাকিম আদালত-৪-এর বিচারক আল মেহবুবের আদালতে শনিবার বেলা পৌনে দুইটার দিকে নিহত মাহবুবা আক্তার মেরির মা নুর নাহার এই জবানবন্দি দেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আব্দুল লতিফ নিউজবাংলাকে জানান, নুর নাহার আদালতে স্বীকার করেছেন, মেরি যখন এশার নামাজ পড়ছিল, তখন পেছন থেকে এসে গলায় ছুরি মারেন।

উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বুজরুক হাজিপুর গাছুয়াপাড়ায় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ হত্যার ঘটনা ঘটে।

এর আগে শনিবার সকালে মেরির বাবা রামনাথপুর বি ইউ দাখিল মাদ্রাসার সুপার মেনহাজুল হক ও মা নুর নাহারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল পুলিশ।

এরপর বেলা ১১টার দিকে মেরির চাচা জিয়াউর রহমান বদরগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন।

প্রতিবেশী জমিরুল ইসলাম বলেন, ‘হামরা কামোত গেছনোং। সন্ধের (সন্ধ্যার) আগে আগে ছাওয়াটা (মেয়েটি) নাকি ঘরোত ছটফট করচে আর চিকরিচে (চিৎকার করেছে), তখন ওর মাও চিকরিতে ঘরোত গেইচে, হামরা যায়া দেকি মরি আছে।’

মেরির মা নুর নাহার শুক্রবার বলেন, ‘মোর বেটি জোরে চিকরিল, অমনি ঘরোত যায়া দেকোং (দেখি) মোর মাও (মেয়ে) নাই, মরি গেইছে। কে এই কাজ করিল মুই জানোং (জানি) না।’

মামলার তদন্ত কর্মকর্তা বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আরিফ আলী নিউজবাংলাকে বলেন, ‘আমরা অনেক আলামত সংগ্রহ করেছি। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মেয়েটি দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিল। অনেকের ধারণা পারিবারিক অশান্তির কারণে তাকে কৌশলে গলা কেটে হত্যা করা হয়েছে। আমরা বিষয়টি নিখুঁতভাবে তদন্ত করছি।’

ঘটনা তদন্তে পুলিশ, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ তদন্ত ব্যুরো (পিবিআই) কাজ করছে বলে জানান তিনি।

এ বিভাগের আরো খবর